পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২ कोलक्षी । সুহৃদ কপিঞ্জল সকলেই এক কালে আমার সমুংমুক চিত্তে পদ প্রাপ্ত হইলেন। তখন আমার অন্তঃকরণ কিরূপ হইল কিছু বলিতে পারি না। অনেক ক্ষণ চিন্তা করিলাম, মনে কতই ভাবের উদয় হইতে লাগিল । মহর্ষি আমার অবিনয়ের পরিচয় দেওয়াতে র্তাহার নিকট লজ্জিত হইলাম। লজ্জায় অধোবদন হইয়া বিনয়বচনে জিজ্ঞাসিলাম ভগবন্‌! আপনার অনুকম্পায় পূৰ্ব্বজন্মবৃত্তান্ত আমার স্মৃতিপথবর্তী হইয়াছে ও সমুদায় মুহৃদগণকে মনে পড়িতেছে। কিন্তু উহা স্মরণ না হওয়াই ভাল ছিল। এক্ষণে বিরহবেদনায় প্রাণ যায়। বিশেষত: আমার মরণসংবাদ শুনিয়া র্যাহার হৃদর বিদীর্ণ হইয়াছিল, সেই চন্দ্রাপীড়ের অদর্শনে আর প্রাণ ধারণ করিতে পারি না। তিনি কোথায় জন্ম গ্রহণ করিয়াছেন অনুগ্রহপূর্বক বলিয়া দেন। আমি তিৰ্য্যগ জাতি হইয়াছি, তথাপি তাহার সহিত একত্র বাস করিলে আমার কোন ক্লেশ থাকিবে না। মহৰ্ষি আমার প্রতি নেত্র পাতপূৰ্ব্বক স্নেহ ও কোপগর্ভ বচনে কহিলেন দুরাত্মন! যে পথে পদার্পণ করিয়া তোর এত দুর্দশা ঘটিয়াছে, আবার সেই পথ অবলম্বন করিবার চেষ্টা পাইতেছিস্ ? অদ্যাপি পক্ষেপ্তেদ হয় নাই, অগ্রে গমন করিবার সামর্থ্য হউক পরে তাহার জন্মস্থান বলিয়া দিব । ২৫ তাত ! প্ৰাণ ধারণ করিতে পারা না যায় এরূপ বিকার মুনিকুমারের মনে কেন সহসা সঞ্চারিত হইল ? পরম পবিত্র দিব্যলোকে জন্ম গ্রহণ করিয়া অত্যয় পরমায়ু কেন হইল ? আমাদিগের অতিশয় বিস্ময় জন্মিয়াছে, অনুগ্রহপূর্বক ইহার কারণ নির্দেশ করিলে চরিতার্থ হই। হারাতের এই কথা শুনিয়া মহর্ষি কহিলেন অপত্যোৎপাদন কালে মাতার যেরূপ মনোবৃত্তি থাকে সন্তানও সেইরূপ