পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कोम्स्क्लब्रेो । SూS চণ্ডালকুমারীর ন্যায়ানুগত বাক্য শুনিয়া বিস্মিত হইলাম এবং ফল ভক্ষণ ও জল পান দ্বারা ক্ষুৎপিপাসা শাস্তি করিলাম ; কিন্তু কথা কহিলাম না। ক্রমে যৌবন প্রাপ্ত হইলাম। একদা পিঞ্জরের অভ্যস্তরে নিদ্রিত আছি, জাগরিত হইয়া দেখি পিঞ্জর সুবর্ণময় ও পঙ্কণপুর অমরপুর হইয়াছে। চণ্ডালদারিকাকে মহারাজ যেরূপ রূপলাবণ্যসম্পন্ন দেখিতেছেন ঐক্লপ আমিও দেখিলাম দেখিয়া অতিশয় বিস্ময় জন্মিল। সমুদায় বৃত্তান্ত জিজ্ঞাসা করিয়া জানিব ভাবিয়াছিলাম, ইতিমধ্যে মহারাজের নিকট আনীত হইয়াছি। ঐ কন্যা কে, কি নিমিত্ত চণ্ডালকন্যা বলিয়া পরিচয় দেয়, আমাকেই বা কি নিমিত্ত ধরিয়াছে, মহারাজের নিকটই বা কি জন্য আনয়ন করিয়াছে, কিছুমাত্র অবগত নহি । ৭ রাজা শূদ্রক, শুকের এই দীর্ঘ উপাখ্যান শ্রবণ করিয়া শেষ বৃত্তান্ত শুনিবার নিমিত্ত অতিশয় কৌতুকাক্রান্ত হইলেন। প্রতীহারীকে আজ্ঞা দিলেন শীঘ্র সেই চণ্ডালকন্যাকে লইয়া আইস । প্রতীহারী যে আজ্ঞ বলিয়া কন্যাকে সঙ্গে করিয়া আনিল । কন্যা শয়নাগারে প্রবেশিয়া প্ৰগলভবচনে কহিল, ভুবনভূষণ, রোহিণী পতে, কাদম্বরীলোচনানন্দ, চন্দ্ৰ ! শুকের ও আপনার পূৰ্ব্বজন্মবৃত্তান্ত অবগত হইলে। পক্ষী অনুরাগান্ধ হইয়া পিতার আদেশ উল্লঙ্ঘনপূর্বক মহাশ্বেতার নিকট যাইতেছিল তাহাও শুনিলে। আমি ঐ দুরাত্মার জননী লক্ষ্মী। মহৰ্ষি কালত্রয়দর্শী দিব্য চক্ষু দ্বার। উহাকে পুনৰ্ব্বার অপথে পদার্পণ করিতে দেখিয়া আমাকে কহিলেন তুমি ভূতলে গমন কর এবং যাবৎ আরন্ধ কৰ্ম্ম সমাপ্ত না হয় তাবৎ