পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SbూN9 কাদম্বরী । আহা! কি শুভ দিন, কি আনন্দের সময় ! সকলের শোক ছঃখ দূর হইল। আপন আপন মনোরথ সম্পন্ন হওয়াতে সকলেই আহিলাদের পরা কাষ্ঠ প্রাপ্ত হইলেন। গন্ধৰ্ব্বপতির সহিত নরপতির এবং হংসের সহিত শুকনাসের বৈবাহিক সম্বন্ধ নিৰ্দ্ধারিত হওয়াতে তাহার নব নব উৎসব ও আমোদ অনুভব করিতে লাগিলেন। কাদম্বরী ও মহাশ্বেতা চিরপ্রার্থিত মনোরথ লাভ করিয়া সাতিশয় আনন্দিত হইলেন। আপন আপন প্রিয় সর্থীর অভিলাষ সিদ্ধি হওয়াতে মদলেখা ও তরলিকার সমুদায় ক্লেশ শান্তি হইল । ৩ চিত্ররথ সাদর সম্ভাষণে কহিলেন মহারাজ ! সকল মনোরথ সফল হইল। এক্ষণে এই অধীনের সদনে পদার্পণ করিলে চন্দ্রীপীড়কে কাদম্বরী প্রদান ও রাজ্য দান করিয়া চরিতার্থ হই । তারাপীড় উত্তর করিলেন গন্ধৰ্ব্বরাজ ! যেখানে সুখ, সেই গৃহ। আমি এই আশ্রমকেই মুখের ধাম ও আপন আলয় বলিয়া স্থির করিয়াছি। প্রতিজ্ঞা করিয়াছি এই স্থানেই জীবন যাপিত করিব। তুমি বধূসহিত চন্দ্রাপীড়কে আপন আলয়ে লইয়া যাও ও বিবাহমহোৎসব নির্বাহ কর । আমি এই আশ্রমেই থাকিলাম। চিত্ররথ ও হংস জামাতা ও কন্যাকে আপন আপন আলয়ে লইয়া গেলেন ও মহাসমারোহে মহোৎসব আরম্ভ করিলেন। পরিশেষে উভয়েই জামাতার প্রতি আপন আপন রাজ্যভার সমর্পণ করিয়৷ নিশ্চিন্ত হইলেন । ৪ এইরূপে চন্দ্রাপীড় ও পুণ্ডরীক প্রিয়তমাসমাগমে পরম মুর্থী হইয় রাজ্য ভোগ করেন। একদা কাদম্বরী বিষণ্ণমুখী হইয়। চন্দ্রাপীড়কে জিজ্ঞাসা করিলেন নাথ! সকলেই মরিয়া পুনর্জীবিত