পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ीिको VG টিপ্পনী షెవె6 উপরত—মৃত। অসমগ্রোদিত—ন+সমগ্র+উদিত, যেগুলি সমস্ত উঠে নাই। করাল—ভয়ঙ্কর। মন্দ মন্দ গমন—ধীরে ধীরে গমন ; প্রয়োগ লক্ষণীয়। ১৩ কণ্ঠশেষ করিল—কণ্ঠের শুষ্কতা সম্পাদন করিল ; শোষ=শুষ্কতা । পিশাচ–‘পিচাশ ভূল। কোন দিকে—কোন ও কোন এই দুইটি রূপ পুস্তকের আগাগোড়া ব্যবহৃত হইয়াছে, এখনকার মত ‘কোনো’, ‘কোনও প্রভৃতির প্রয়োগ নাই। সশঙ্কিত--ভুল শব্দ ; লেখা উচিত শঙ্কিত’ বা ‘সশঙ্ক’ হওয়াতে—এখন "হওয়ায়’ও লেখা হয় ; কিন্তু "হওয়ায়’ স্পষ্ট করিয়া উচ্চারণ করা দায় । স্বচক্ষে —স্বচক্ষুতে লেখা ভাল। স্নেহ প্রযুক্ত—স্নেহবশত: ; এখন ‘প্রযুক্ত' শব্দ কম ব্যবহৃত হয়। একবারে—সম্পূর্ণরূপে ; আধুনিক প্রয়োগ *একেবারে । আমার পর কৃতঘ্ন আর নাই—অপেক্ষা অর্থে ‘পর’ শব্দ এখন চলে না। কলহংস—বালহঁাস, রাজইাস ; শব্দকারী হাস নহে। ১৪ অংশুসমূহ—কিরণগুলি। মরণের প্রার্থনী—এখন ষষ্ঠ বিভক্তি দেওয়া হয় না । ১৫ সাক্ষাৎ স্বৰ্য্যদেব-প্রত্যক্ষ, মূৰ্ত্তিমান সুৰ্য্যের স্থায়। ভার—রাশি, সমূহ। ত্রিপুওক—ত্রিপুও–ললাটের উপর ছাই বা চজন প্রভৃতি দিয়া যে তিনটি বাকা তিলক-রেখা টানা হয়। আবাঢ়দও–পলাশ গাছের দণ্ড বা লাঠি ; কোন কোন বিশেষ সন্ন্যাসি-সম্প্রদায়কে হন্তে দণ্ড ধারণ করিতে হয়। কৃষ্ণাজিন-কৃষ্ণসার যুগের চর্শ্ব ; অজিন=পশুচী। ভূতভাবন-মৃষ্টিকর্তা। ভবানীপতি-মহাৰে।