পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টীকা ও টিপ্পনী Ro অষ্টাদশবর্ষদেশীয়া—আঠার বৎসরের কিছু কম বয়সের ; ঈষৎ নৃনি বা উন অর্থ বুঝাইলে ‘কল্প' ও 'দেশীয় প্রত্যয় হয়, যেমন, মুতকল্প, ঋষিকল্প, পঞ্চবর্ষদেশীয় ইত্যাদি ; মহাশ্বেতার এই বয়ঃক্রম নির্দেশ করিতে গিয়া তারাশঙ্কর এক বিষম ভুল করিয়া বসিয়াছেন ; যাহার বয়স আঠার বৎসরেরও কিছু কম, একই ব্যক্তি দুই বার জন্ম গ্রহণ করিয়া, দুই বারই যৌবনকালে কিরূপে তাহার, সেই ১৭১৮ বর্ষের কুমারীর, প্রেমে পড়িতে পারে? পুরুষটি দুই বার জন্ম গ্রহণ করিল, যৌবনে পদার্পণ করিল, দুই জন্মেই সে একই রমণীর প্রেমে পড়িল, কিন্তু সেই রমণীর জন্মাস্তুর ত হয়ই নাই, অধিকন্তু বয়সও ১৭১৮ ছাড়াইয়া যায় নাই! মূলে বাণভট্ট কিন্তু কোনও গোলযোগ করেন নাই, বরং স্পষ্টাক্ষরে বয়োবিচার করিতে গিয়া লিথিয়াছেন :–“দিব্যত্বাদপরিজ্ঞায়মান-বয়ঃপরিমাণম্ আপ্যষ্টাদশবৰ্ষদেশীয়ামিবোপলক্ষ্যমাণাম,” অর্থাৎ স্বর্গের মানুষ (গন্ধৰ্ব্ব ) বলিয়া তাহার দেহ জরার আক্রমণ-বহির্ভূত ছিল, সেই জন্য তাহার বয়সের যথার্থ পরিমাণু অজ্ঞাত হইলেও তাঁহার বয়স আঠার বর্ষের কিছু কম বলিয়া বোধ হইতেছিল । ৭ প্রত্যুত—অব্যর প্রতি-উ+ক্ত বৈপরীত্য ; বরং, অধিকন্তু; পূৰ্ব্ব বাক্যের বিপরীত ভাব বুঝাইতে হইলে পর বাক্যের প্রথমে এই শব্দ ব্যবহার করা হয় । ৯ ভিক্ষাকপাল—ভিক্ষাপাত্র। অম্বরোধ এড়াইতে না পারিয়া— খাটি বাঙ্গাল ক্রিয়াপদ লক্ষণীয় ; ‘এড়াইতে’র বদলে অন্ত কোন সংস্কৃত পদ ব্যবহার করিয়া এই ভাবটি পরিস্ফুট করিতে পারা যায় কি ? ১•