পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১২ কাদম্বরী ৯ম পরিচ্ছেদ পীনবাহু—স্থল বাহু, বলিষ্ঠ বাহু। দারক—পুত্র ; স্ত্রীলিঙ্গে দারিকা । ৩ বিশ্রম্ভ—বিস্রম্ভ—বিশ্বাস, প্রণয়। অনাময়—রোগহীনতা, স্বাস্থ্য ; ন আময় ( নঞ তৎ), অথবা আময়ের অভাব (অব্যয়ীভাব)। ৮ মনোভূব-কল্প, কামদেব। লজ্জায় মুকুলিতাক্ষী হইয়া— তাহার ফোটা ফুলের মত চোক দুইটি লজ্জায় সঙ্কুচিত হইয়া কুড়ির মত হইল। ৯ জাগ্রদবস্থা—জাগ্রৎ+ অবস্থা ; জাগৃ+শতৃ=জাগ্রৎ, ‘জাগ্রত নহে ; ‘জাগ্রত’ ও ‘জাগ্রতাবস্থা দুইটিই ভুল শব্দ। উদাসীন—নিঃসম্পর্ক, যাহার সহিত আলাপ-পরিচয় নাই। ১১ ১০ম পরিচ্ছেদ বিলাস-হাবভাব, অঙ্গভঙ্গি, ছলাকলা। ব্যপদেশে—উদেখে। ১ প্রসাদ—দুইটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হইয়াছে : অনুগ্রহ বা প্রসন্নতা এবং ভূক্তবিশিষ্ট। ২ দীধিতি—রশ্মি, কিরণ । ৩ জিন—জৈনদিগের আরাধ্য দেব ; জিনেশ্বর, অর্থৎ, তীর্থঙ্কর, সৰ্ব্বজ্ঞ ও ভাগবত, এই পাচজন প্রধান জিন। ৫ বহিস্তোরণ—বহিদ্বার, বাহির ফটক। চতুর্দিক তন্ময়ী দেখিলেন—