পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টীকা ও টিপ্পনী ২১৭ আহা ! মনে করিয়াছিলাম...নিতান্ত দুঃখিনী দেখিতে হইল— ইহার সহিত মেঘনাদের মৃত্যুতে রাবণের খেদোক্তি তুলনীয় – ছিল তাশা, মেঘনাদ, মুদিব অস্তিমে এ নয়নদ্বয় আমি তোমার সম্মুখে ; সপি রাজাভায়, পুত্ৰ, তোমায়, করিব মহাযাত্রা !--------- ছিল আশা, রক্ষঃকুল-রাজসিংহাসনে জুড়াইব অ'খি, বৎস, দেখিয় তোমারে, বামে রক্ষঃকুললক্ষ্মী রক্ষোরাণীরূপে পুত্রবধু বুথ আশা !••••••••• * १३ তরুমূলে হৰ্য্যবৃদ্ধি—তরুমূলকেই প্রাসাদ জ্ঞান করিয়া। ২৩ আমাকে—শুদ্রক রাজার অন্তঃপুস্থিত বৈশম্পায়ন নামক শুকপক্ষীকে। ২৪ প্রথম মুহৃৎ কপিঞ্জল—প্রথম জন্মে পুওরীকের দেহ ধারণ করিয়া যখন তাপসকুমার কপিঞ্জলকে প্রথম মুহৃদরূপে পাইয়াছিলাম ; স্মরণ রাখিতে হইবে, প্রথম জন্মে মহর্ষি শ্বেতকেতু ও লক্ষ্মীর পুত্রের নাম ছিল পুণ্ডরীক ; দ্বিতীয় জন্মে মন্ত্রী শুকনাস ও মনোরমার পুত্ররূপে তাহার নাম ছিল বৈশম্পায়ন ; মহাশ্বেতার শাপে তৃতীয় জন্মে শুকপক্ষিরুপে র্তাহারই নাম হইয়াছিল বৈশম্পায়ন, এবং চতুর্থ জন্মে তিনিই পুনরায় পুওরীকের দেহ ধারণ করিয়া মহাশ্বেতাকে বিবাহ করিলে গল্প শেষ হইল। ২৫