পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিধন হইয়া যান। যাহা হউক, বুদ্ধি বিদ্যার জন্ত সকলে তাহার সম্মান ও সমাদর করিত। জনসনের মাতাও বুদ্ধিমতী ছিলেন। জনসন বাল্যাবধি শারীরিক ও মানসিক উভয়বিধ রোগে আক্রান্ত হন । শারীরিক রোগে তাহার একটি চক্ষু একবারে অকৰ্ম্মণ্য হইয়া যায়। র্তাহার পিতার স্বাভাবিক যে উদ্বেগ ও চিন্তারোগ ছিল, তাহারও তিনি উত্তরাধিকারী হন। এইরূপ কিম্বদন্তী আছে যে, শারীরিক দুৰ্ব্বলতা প্রযুক্ত তিনি পঠদ্দশায় বিদ্যালয়ের অন্যান্য ছাত্রদিগের স্থায় শ্রমসাধ্য ক্রীড়া কৌতুকে প্রবৃত্ত হইতে পারিতেন না। ওলিবর-নামী এক বিধবার নিকট র্তাহার প্রথম শিক্ষা হয়। লিচ ফিল্ডে ঐ বিধবার এক বিদ্যালয় ছিল । তিনি সৰ্ব্বদা কহিতেন, জনসনের মত বুদ্ধিমান ছাত্র বিদ্যালয়ে কখন আইসে নাই ।” এইবার ইংরাজী ‘রাসেলাস হইতে একটু উদ্ধার করিতেছি – “From the mountains, on every side, rivulets descended, that filled all the valley with verdure and fertility, and formed a lake in the middle, inhabited by fish of every species, and frequented by every fowl, whom nature has taught to dip the wing in water. This lake discharged its superfluities by a stream, which entered a dark cleft of the mountain, on the northern side, and fell, with dreadful noise, from precipice to precipice, till it wa heard no more. - The sides of the mountains were covered with trees; the banks of the brooks were diversified with flowers ;