পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী। مسیح -- همه و ۳ ماه است. উপক্রমণিকা । প্রথম পরিচ্ছেদ নরপতি শূদ্রকের সভায় শুকপক্ষী বৈশম্পায়ন শূদ্রকনামে অসাধারণধীশক্তিসম্পন্ন অতিবদান্ত মহাবল পরাক্রান্ত প্রবলপ্রতাপ নরপতি ছিলেন। বিদিশানায়ী নগরী র্তাহার রাজধানী ছিল। যে স্থানে বেত্রবর্তী নদী বেগবতী হইয়া প্রবাহিত হইতেছে। রাজা নিজ বাহুবলে ও পরাক্রমে ক্রমে ক্রমে অশেষ দেশ জয় করিয়া সসাগর। ধরায় আপন আধিপত্য স্থাপনপূর্বক সুখে ও নিরুদ্বেগচিত্তে সাম্রাজ্য ভোগ করেন ৷ vএকদা প্রাতঃকালে আপন অমাত্য কুমারপালিত ও অন্যান্য রাজকুমারের সহিত সভামণ্ডপে বসিয়া আছেন, এমন সময়ে প্রতীহারী আসিয়া প্ৰণাম করিয়া কৃতাঞ্জলিপুটে নিবেদন করিল মহারাজ ! দক্ষিণাপথ হইতে এক চণ্ডালকন্যা আসিয়াছে। তাহার সমভিব্যাহারে এক শুকপক্ষী আছে । কহিল, মহারাজ সকল রত্বের আকর, এই নিমিত্ত এই