পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী । ©. প্রতীহারীকে আদেশ দিলেন । প্রতীহারী আজ্ঞ}মাত্র বৈশম্পায়নকে শয়নাগারে আনয়ন করিল। রাজা জিজ্ঞাসিলেন বৈশম্পায়ন ! তুমি কোন দেশে কিরূপে জন্ম গ্রহণ করিয়াছ ? তোমার জনক জননী কে ? কিরূপে সমস্ত শাস্ত্র অভ্যাস করিলে ? তুমি কি জাতিস্মর, অথবা কোন মহাপুরুষ, যোগবলে বিহুগবেশ ধারণ করিয়া দেশে দেশে ভ্রমণ করিতেছ, কিম্ব অভীষ্ট দেবতাকে সস্তুষ্ট করিয়া বর প্রাপ্ত হইয়াছ ? তুমি পূৰ্ব্বে কোথায় বাস করিতে ? কিরূপেই বা চণ্ডালহস্তগত হইয়। পিঞ্জরবদ্ধ তইলে ? এই সকল শুনিতে আমার অতিশয় কৌতুক জন্মিয়াছে, অতএব তোমার আদ্যোপান্ত সমুদায় বৃত্তান্ত বর্ণন করিয়া আমার কৌতুকাবিষ্ট চিত্তকে পরিতৃপ্ত কর । ৬ বৈশম্পায়ন রাজার এই কথা শুনিয়া বিনয়বাক্যে কহিল যদি আমার জন্মবৃত্তান্ত শুনিতে মহারাজের নিতান্ত কৌতুক জন্মিয় থাকে শ্রবণ করুন । ৭ ভারতবর্ষের মধ্যস্থলে বিন্ধ্যাচলের নিকটে এক অটবী আছে। উহাকে বিন্ধ্যাটী কহে । ঐ অটবীর মধ্যে গোদাবরী নদীর তীরে ভগবান অগস্ত্যের আশ্রম ছিল। যে স্থানে ত্রেতাবতার ভগবান রামচন্দ্র পিতৃ আজ্ঞা প্রতিপালনের নিমিত্ত সীতা ও লক্ষ্মণের সহিত পঞ্চবটাতে পর্শশালা নিৰ্ম্মাণ করিয়া কিঞ্চিৎ কাল অবস্থিতি করিয়াছিলেন। যে স্থানে দুৰ্ব্বত্ত দশাননপ্রেরিত নিশাচর মারীচ কনকমৃগরূপ ধারণপূর্বক জানকীর নিকট হইতে রামচন্দ্রকে হরণ করিয়াছিল। যে স্থানে মৈথিলীবিয়োগবিধুর রাম ও লক্ষ্মণ সাশ্রনয়নে ও গদগদবচনে নানাপ্রকার বিলাপ ও অনুতাপ করিয়া তত্রস্থ পশুপক্ষীদিগকেও দুঃখিত এবং বৃক্ষদিগকে ও পরিতাপিত করিয়াছিলেন। ঐ আশ্রমের