পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ8 কাদম্বরী । আমাদিগের মনোরথ পূর্ণ হইল। অচিরাং আপনি পুত্রমূখ নিরীক্ষণ করিয়৷ আনন্দিত হইবেন, সন্দেহ নাই। আমিও আজি রজনীতে স্বপ্নে প্রশান্তমূৰ্ত্তি, দিব্যাকুতি, এক ব্রাহ্মণকে মনোরমার উৎসঙ্গে বিকসিত পুওরীক নিক্ষেপ করিতে দেখিয়াছি। শাস্ত্রকারেরা কহেন শুভ ফলোদয়ের পূৰ্ব্বে শুভ লক্ষণ সকল দেখিতে পাওয়া যায়। যদি আমাদিগের চিরপ্রার্থিত মনোরথ সম্পন্ন হয়, তাহা হইলে, ইহা অপেক্ষা আহলাদের বিষয় আর কি আছে ? রাত্রিশেষে যে স্বপ্ন দেখা যায় তাহা প্রায় বিফল হয় না। রাজমহিষী বিলাসবর্তী অচিরাৎ পুত্রসস্তান প্রসব করিবেন, সন্দেহ নাই। রাজা মন্ত্রীর স্বপ্নবৃত্তান্ত শ্রবণে অধিকতর আহলাদিত হইলেন এবং তাহার হস্ত ধারণপূর্বক অন্তঃপুরে প্রবেশিয়া উভয়েই আপন আপন স্বল্পবৃত্তান্ত বর্ণন দ্বারা রাজমহিষীর আনন্দোৎপাদন করিলেন । ৬ কিছু দিন পরে বিলাসবতী গর্ভবতী হইলেন। শশধরের প্রতিবিম্ব পতিত হইলে সরোবর যেরূপ উজ্জল হয়, পারিজাতকুসুম বিকসিত হইলে নন্দনবনের যেরূপ শোভা হয়, বিলাসবতী গৰ্ভ ধারণ করিয়া সেইরূপ অপূৰ্ব্ব শ্ৰী প্রাপ্ত হইলেন। দিন দিন গর্ভের উপচয় হইতে লাগিল। সলিলভারাক্রান্ত মেঘমালার স্থায় বিলাসবর্তী গৰ্ভভারে মন্থরগতি হইলেন। মুখে যারম্বার ভূম্ভিক ও জল উঠিতে লাগিল। শরীর অলস অবশ ও পাণ্ডুবৰ্ণ হইল। এই সকল লক্ষণ নিরীক্ষণ করিয়া পরিজনেরা অনায়াসেই বুঝিতে পারিল রাণী গর্ভিণী হইয়াছেন । ৭ একদা প্রদোষ সময়ে শুকনাস ও রাজ রাজভবনে বলিয়া