পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী । voፃ সন্তোষের সম্ভাবনা নাই । আজি গুরুজনের আশীৰ্ব্বাদ ও মহারাজের পূৰ্ব্বজন্মার্জিত মুকুতি ফলিল। আজি কুলদেবতা প্রসন্ন হইলেন। প্রজাগণ কি ধন্য ও পুণ্যবান্‌! যাহাদিগের প্রতিপালনের নিমিত্ত তুমি ভূমণ্ডলে অবতীর্ণ হইয়াছ। বসুমতী কি সৌভাগ্যবর্তী ! যিনি পতিভাবে তোমার আরাধনা করিবেন। ভগবান বেরূপ নানা অবতার হইয়া ভূভার বহন করিয়া থাকেন, তুমিও সেইরূপ যৌবরাজ্যে অভিষিক্ত হইয়া ভূভার বহন ও প্রজাদিগের প্রতিপালন কর। রাজকুমার শুকনাসের সভায় ক্ষণকাল অবস্থিতি করিয়া মনোরমার নিকট গমন ও ভক্তিপূর্বক তাহাকে নমস্কার করিলেন। তথা হইতে বাটী আসিয়া স্নান, ভোজন প্রভৃতি সমুদায় কৰ্ম্ম সম্পন্ন করিয়া মহারাজের আজ্ঞানুসারে শ্ৰীমণ্ডপনামক প্রাসাদে গিয়া বিশ্রাম করিতে লাগিলেন। শ্ৰীমণ্ডপের নিকটে ইন্দ্রায়ুধের বাসস্থান নির্দিষ্ট হইল । ৯ দিবাবসানে দিজুগুল লোহিত বর্ণ হইল। সন্ধ্যারাগে রক্তবর্ণ হইয়া চক্রবাকমিথুন ভিন্ন ভিন্ন দিকে উৎপতিত হওয়াতে বোধ হইল যেন, বিরহবেদন স্মৃতিপথারূঢ় হওয়াতে তাহাদিগের হৃদয় বিদীর্ণ হইয়াছে ও গাত্র হইতে রক্তধারা পড়িতেছে। সন্মানিত ব্যক্তিরা বিপদকালেও নীচ পদবীতে পদার্পণ করেন না, ইহাই জানাইবার নিমিত্ত রবি অস্তগমনকালেও পশ্চিমাচলের উন্নত শিখর আশ্রর করিলেন। দিনকর অস্তগত হইলেন কিন্তু রজনী সমাগতা হয় নাই। এই সময়ে তাপের বিগম ও অন্ধকারের অনুদয় প্রযুক্ত লোকের অন্তঃকরণ আনন্দে প্রফুল্প হইল। স্বৰ্য্য রূপ সিংহ অস্তাচলের গুহাশায়ী হইলে ধান্ত রূপ দস্তিযুদ্ধ নির্ভরে জগৎ