পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী । بيtريN আক্রমণ করিল। নলিনী দিনমণির বিরহে অলি রূপ অশ্ৰুজল পরিত্যাগপূর্বক কমল রূপ নেত্র নির্মীলন করিল। বিহঙ্গমকুল কোলাহল করিয়া উঠিল। অনস্তর প্রজলিত প্রদীপশিখা ও উজ্জল মণির আলোকে রাজবাটীর তিমির নিরস্ত হইয়া গেল। চন্দ্রাপীড় পিতা মাতার নিকটে নানাকথাপ্রসঙ্গে ক্ষণকাল ক্ষেপ করিয়া আহারাদি করিলেন। পরে আপন প্রাসাদে আগমনপূৰ্ব্বক কোমলশয্যামত্তিত পৰ্য্যন্ধে মুখে নিদ্রা গেলেন। ১• } প্রভাত হইলে পিতার অনুমতি লইয়া শিকারী কুকুর, শিক্ষিত হস্তী, বেগগামী অশ্ব ও অসংখ্য অন্তধারী বীর পুরুষ সমভিব্যাহারে করিয়া মৃগয়ার্থ বনে প্রবেশিলেন। দেখিলেন উদারস্বভাব সিংহ সম্রাটের ন্যায় নিৰ্ভয়ে গিরিগুহায় শয়ন করিয়া আছে। হিংস্র শার্দুল ভয়ঙ্কর আকার স্বীকারপূৰ্ব্বক পশুদিগকে আক্রমণ করি তেছে। মৃগকুল ত্রস্ত ও শশব্যস্ত হইয়া ত্বরিত বেগে ইতস্ততঃ দৌড়িতেছে। বন্য হস্তী দলবদ্ধ হইয়া চলিতেছে। মহিষকুল রক্তবর্ণ চক্ষু দ্বারা ভয় প্রদর্শন করিয়া নিৰ্ভয়ে বেড়াইতেছে। বরাহ, ভল্লুক, গণ্ডার প্রভৃতির ভীষণ আকার দেখিলে ও চীৎকার শব্দ শুনিলে কলেবর কম্পিত হয় । নিবিড় বন, তথায় সূর্য্যের কিরণ স্থার প্রবেশ করিতে পারে না। রাজকুমার এতাদৃশ তীৰ গলে এশিয়া জ্বও নারা দ্বারা ভংক, সারদ, শূকর প্রভৃতি বহুবিধ ৰন্য পশু মারিয়া ফেলিলেন। কোন কোন পশুকে আঘাত না করিয়া কেবল কৌশলক্রমে ধরিলেন। মৃগয়াবিষয়ে এরূপ সুশিক্ষিত ছিলেন যে, উড্ডীন বিহগাবলীকেও অবলীলাক্রমে ৰাগবিদ্ধ করিতে লাগিলেন। ১১