পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@の কাদম্বরী । পরিচারিকার দ্যায় জ্ঞান করিবেন না । সর্থী ও শিষ্যার স্থায় বিশ্বাস করিবেন। রাজকন্যার সমুচিত সমাদর করিবেন। ইনি অতিশয় মুশীল ও সরলস্বভাব এবং এরূপ গুণবতী যে আপনাকে ইহার গুণে অবহু বশীভূত হইতে হইবেক । আপাততঃ ইহার কুল শীলের বিষয় কিছুই জানেন না বলিয়া কিঞ্চিৎ পরিচর দিলাম। কফুকীর মুখে জননীর আজ্ঞা শুনিয়া নিমেষশূন্তলোচনে পত্ৰলেখাকে দেখিতে লাগিলেন। তাহার আকার দেখিয়াই বুঝিলেন ঐ কন্যা সামান্ত কন্যা নহে। অনন্তর জননীর আদেশ গ্রহণ করিলাম বলিয়া কঞ্চকীকে বিদার দিলেন। পত্ৰলেখা তামূলকরষ্কবাহিনী হইয়া ছায়ার স্তার রাজকুমারের অনুবৰ্ত্তিনী হইল। রাজকুমারও তাহার গুণে প্রীত ও প্রসন্ন হইয়া দিন দিন নব নব অতুরাগ প্রকাশ করিতে লাগিলেন। ১৩