পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী। ৫১ অরণ্যে কোথায় সঙ্গীত হইতেছে জানিবার নিমিত্ত রাজকুমার যে দিকে শস্ব হইতেছিল সেই দিকে দৃষ্টি পাত করিলেন ; কিন্তু কিছুই দেখিতে পাইলেন না। কেবল অস্ফুট মধুর শব্দ কর্ণকুহরে অমৃত বর্ষণ করিতে লাগিল। সঙ্গীত শ্রবণে কুতূহলাক্রান্ত হইয়া ইন্দ্রায়ুধে আরোহণপূর্বক সরসীর পশ্চিম তীর দিয়া শানুসারে গমন করিতে আরম্ভ করিলেন। কতক দূর গিয়া, চতুর্দিকে পরম রমণীয় উপবন মধ্যে কৈলাসাচলের এক প্রত্যন্ত পৰ্ব্বত দেখিতে পাইলেন। ঐ পৰ্ব্বতের নাম চন্দ্রপ্রভ ; উহার নিম্নে এক মন্দির, মন্দিরের অভ্যস্তরে চরাচরগুরু ভগবান শূলপাণির প্রতিমূৰ্ত্তি প্রতিষ্ঠিত আছে। ঐ প্রতিমার সম্মুখে পাশুপতত্রতধারিণী, নিৰ্ম্মম, নিরহঙ্কার, নিৰ্ম্মৎসরা, অমানুষারুতি, অষ্টাদশবর্ষদেশীয় এক কন্যা বীণা বাদনপূর্বক তানলয়বিশুদ্ধ মধুর স্বরে মহাদেবের স্তুতিবাদ করিয়া গান করিতেছেন। কন্যার দেহপ্রভায় উপবন উজ্জল ও মন্দির আলোকময় হইয়াছে। র্তাহার স্বন্ধে জটাভার, গলে রুদ্রাক্ষমালা ও গাত্রে ভস্মলেপ। দেখিবামাত্র বোধ হয় যেন, পাৰ্ব্বতী শিবের আরাধনায় ভক্তিমতী হইয়াছেন । ৭ * রাজকুমার তরুশাখায় ঘোটক বাধিয়া ভক্তিপূর্বক ভগবান্‌ ত্ৰিলোচনকে সাষ্টাঙ্গ প্ৰণিপাত করিলেন। নিমেষশূন্ত লোচনে সেই অঙ্গনাকে নিরীক্ষণ করিয়া মনে মনে ভাবিলেন কি আশ্চর্য্য ! কত অসম্ভাবিত ও অচিন্তিত বিষয় স্বপ্লকল্পিতের ন্যায় সহসা উপস্থিত হয়, তাহ নিরূপণ করা যায় না। আমি মৃগয়ায় নির্গত ও যদৃচ্ছাক্রমে কিন্নরমিথুনের অনুসরণে প্রবৃত্ত হইয়া কত ভয়ঙ্কর ও কত রমণীয় প্রদেশ দেখিলাম। পরিশেষে গীতধ্বনির অনুসারে এই