পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সারাবেল। হেলফেলা সারাবেলা এ কি খেলা আপন সনে । এই বাতাসে ফুলের বাসে মুখখানি কার পড়ে মনে । তাঁখির কাছে বেড়ায় ভাসি’ কে জানে গো কাহার হাসি, দুটি ফোটা নয়ন-সলিল রেখে যায় এই নয়ন-কোণে । কোন ছায়াতে কোন উদাসী দূরে বাজায় অলস বাঁশি, মনে হয় কণর মনের বেদন কেঁদে বেড়ায় বাশির গানে । সারা দিন গাথি গান কারে চাহে গাহে প্রাণ, তরুতলের ছায়ার মতন বসে’ আছি ফুল-বনে । ബ്-ബ