পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সত্য ( S) ভয়ে ভয়ে ভ্ৰমিতেছি মানবের মাঝে হৃদয়ের আলোটুকু নিবে গেছে বলে ; কে কি বলে তাই শুনে মরিতেছি লাজে, কি হয় কি হয় ভেবে ভয়ে প্রাণ দোলে । “আলো” “আলো” খুজে মরি পরের নয়নে, “আলো” “আলো” খুজে খুজে কাদি পথে পথে, অবশেষে শুয়ে পড়ি ধূলির শয়নে ভয় হয় এক পদ অগ্রসর হ’তে | বজের আলোক দিয়ে ভাঙ অন্ধকার, হৃদি যদি ভেঙে যায় সেও তবু ভালো, যে গৃহে জানালা নাই সে ত কারাগার, ভেঙে ফেল, আসিবেক স্বরগের আলো । হায় হায় কোথা সেই অখিলের জ্যোতি । চলিব সরল পথে অশঙ্কিত গতি । ృ( Q