পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষুদ্র আমি বুঝেছি বুঝেছি সখা, কেন হাহাকার, তাপনার পরে মোর কেন সদা রোষ । বুঝেছি বিফল কেন জীবন তামার, তামি আছি তুমি নাই তাই অসন্তোষ । সকল কাজের মাঝে তামারেই হেরি— ক্ষুদ্র তামি জেগে আছে ক্ষুধ লয়ে’ তার, শাণ বাৱত-তালিঙ্গনে আমারেই ঘেরি’ করিছে আমার হ{য় অস্থিচৰ্ম্মসার । কোথা নাথ কোথা তব হুন্দর বদন, কোথায় তোমার নাথ বিশ্ব-ঘেরা হাসি । তামারে কড়িয়া লও, করগো গোপন, তামারে তোমার মাঝে করগো উদাসী । ক্ষুদ্র আমি করিতেছে বড় তাহঙ্কার, ভাঙ নাথ, ভাঙ নাথ, অভিমান তার । 11