পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আহবান গীত তীর্থযাত্রা যত পথিকের গানে, কেনরে জাগে না আশা ? উন্নতির ধ্বজা উড়িছে বাতাসে, কেনরে নাচে না প্রাণ, নবীন কিরণ ফুটেছে আকাশে কেনরে জাগে না গান ? কেন আছি শুয়ে, কেন আছি চেয়ে, পড়ে আছি মুখোমুখি, মানবের স্রোত চলে গান গেয়ে, জগতের সুখে সুখী | চল দিবালোকে, চল লোকালয়ে, চল জনকোলাহলে— মিশাব হৃদয় মানবহৃদয়ে অসীম আকাশতলে । তরঙ্গ তুলিব তরঙ্গের পরে, নৃতা গীত নব নব, বিশ্বের কাহিনী কোটি কণ্ঠস্বরে এক-কণ্ঠ হয়ে কব । মানবের সুখ মানবের আশা বাজিবে আমার প্রাণে, 어(: