পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাত্মসমপণ আমি এ কেবল মিছে বলি, শুধু আপনার মন চলি । কঠিন বচন শুনায়ে তোমারে আপন মৰ্ম্মে জুলি । থাক্ তবে থাক ক্ষীণ প্রতারণ, কি হবে লুকায়ে বাসন বেদন', মেমন তামার হৃদয় পরণি তেমনি দেখাব খুলি’ । আমি মনে করি যাই দুরে, তুমি রয়েছ বিশ্ব জুড়ে । যতদুরে যাই ততই তোলার চোখে চোখে থেকে কাছে নহ তবু, দুরেতে থেকে ও দূর নহ কহু, স্বষ্টি ব্যাপিয়া, রয়েছ তবুও আপন অন্তঃপুরে ।