পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংশয়ের আবেগ দুরে যাবে ভয় লাজ, সাধিব আপন কাজ শত গুণ বলে, বাড়িবে আমার প্রেম পেয়ে তব প্রেম, দিব তা সকলে । নহে ত আঘাত কর কঠোর কঠিন কেঁদে যাই চলে’ ! কেড়ে লও বাহু তব, ফিরে লও আঁখি, প্রেম দাও দলে’ । কেন এ সংশয়-ডোরে বাধিয়া রেখেছ মোরে, বহে? যায় বেলা । জীবনের কাজ আছে,—প্রেম নহে ফাকি, প্রাণ নহে খেলা । ১৬ই অগ্রহায়ণ, ১৮৮৭ । 14