পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিচ্ছেদের শান্তি সেই ভালো, তবে তুমি যাও ! তবে আর কেন মিছে করুণ-নয়নে আমার মুখের পানে চাও ! এ চোখে ভাসিছে জল, এ শুধু মায়ার ছল, কেন কাদি তা ও নাহি জানি । নীরব আঁধার রাতি, তারকার স্নান ভাতি, মোহ আনে বিদায়ের বাণী । নিশিশেষে দিব লোকে এ জল র”বে না চোখে শান্ত হবে অধীর হৃদয়, জাগ্ৰত জগৎ মাঝে ধাইব তাপন কাজে কাদিবার র’বে ন সময় । দেখেছি অনেক দিন বন্ধন হয়েছে ক্ষীণ ছেড় নাই করুণার বশে । গানে লাগিত না হুর, কাছে থেকে ছিলে দুর, যাও নাই কেবল আলসে । পরাণ ধরিয়া তবু পারতাম না ত কতু তোমা ছেড়ে করিতে গমন । প্রাণপণে কাছে পাকি? দেখিতাম মেলি’ তাঁখি পলে পলে প্রেমের মরণ ।

  • У о