পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকাঙক্ষা নিম্নে শুধু কোলাহল, খেলাধূলা হাস, উপরে নির্লিপ্ত শান্ত তান্তর আকাশ । আলোকেতে দেখ শুধু ক্ষণিকের খেলা, অন্ধকারে আছি আমি আসাম একেলা । কতটুকু ক্ষুদ্র মোরে দেখে গেছে চলে’, কত ক্ষুদ্র সে বিদায় তুচ্ছ কথা বলে’ ! কল্পনার সত্যরাজ্য দেখাইনি তারে, বসাইনি এ নির্জন আত্মার আঁধারে । এ নিভৃতে, এ নিস্তব্ধে, এ মহত্ত্ব মাঝে দৃটি চিত্ত চিরনিশি যদিরে বিরাজে, হাসিঠান শব্দশূন্ত বোম দিশাহার, প্রেমপূর্ণ চারি চক্ষু জাগে চারি তারা। শ্রান্তি নাই, তৃপ্তি নাই, বাধা নাই পথে, জীবন ব্যাপিয়া যায় জগতে জগতে, দুটি প্রাণতন্ত্রী হতে পূর্ণ একতানে উঠে গান অসীমের সিংহাসন পানে । ২০শে বৈশাখ, ১৮৮৮ ৷