পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মরণস্বপ্ন কুমণ্ডপক্ষ প্রতিপদ । প্রথম সন্ধ্যায় স্নান চাদ দেখা দিল গগনের কোণে । ক্ষুদ্র নৌকা থরথরে চলিয়াছে পালভরে কালত্ৰোতে যথা ভেসে যায় অলস ভাবনাখানি আধ-জাগা মনে । এক পারে ভাঙা তীর ফেলিয়াছে ছায়া ; অন্য পারে ঢালু তট শুভ্র বালুকায় মিশে যায় চন্দ্রলোকে, ভেদ নাহি পড়ে চোখে ; বৈশাখের গঙ্গা কৃশকায় তীরতলে ধীরগতি অলস-লীলায় । স্বদেশ পূরব হতে বায়ু বহে আসে দূর স্বজনের যেন বিরহের শ্বাস । জাগ্ৰত আঁখির আগে কখনো বা চাদ জাগে কখনো বা প্রিয়মুখ ভাসে ; আধেক উলস প্রাণ অাধেক উদাস । ՀՀԳ