পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোথাও রাখিতে নারি দেহ আপনার, সর্ববাঙ্গ অবশ ক্লান্ত নিজ লেীহভারে ; কাতরে ডাকিতে চাহি, শ্বাস নাহি, স্বর নাহি, কণ্ঠেতে চেপেছে অন্ধকার । বিশ্বের প্রলয় একা আমার মাঝারে । দীৰ্ঘ তীক্ষ হই ক্রমে তীব্র গতিবলে, ব্যগ্রগামী ঝটিকার তান্তস্বরসম ; সূক্ষমবাণ সূচিমুখ— তানন্তকালের বুক বিদীণ করিয়া মেন চলে । রেখা হয়ে’ মিশে আসে দেহ মন মম | ক্রমে মিলাইয়া গেল সময়ের সীমা ; অনন্তে মুহূৰ্বে কিছু ভেদ নাহি আর । ব্যাপ্তিহার শূন্যসিন্ধু শুধু যেন এক বিন্দু গাঢ়তম অন্তিম কালিমা । আমারে গ্রাসিল সেই বিন্দু-পারাবার । অন্ধকারহীন হয়ে গেল অন্ধকার । “আমি” বলে’ কেহ নাই, তবু যেন আছে । অচৈতন্য তলে অন্ধ চৈতন্য হইল বন্ধ, রহিল প্রতীক্ষা করি কার । মৃত হয়ে প্রাণ যেন চিরকাল বঁাচে । ミペッo