পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিন্ধুতরঙ্গ ( পুরা-তীর্থযাত্রী তরণীর নিমজ্জন উপলক্ষ্যে ) দোলেরে প্রলয় দোলে অকুল সমুদ্র-কোলে, ses ? উৎসব ভীষণ । শত পক্ষ ঝাপটিয়া বেড়াইছে দাপটিয়া তুৰ্দ্দম পবন । আকাশ সমুদ্র সাথে প্রচণ্ড মিলনে মাতে, অখিলের আঁখিপাতে আবরি তিমির । বিভ্ৰাৎ চমকে ত্রাসি, হা ত’ করে ফেনরাশি, তাক্ষ শ্বেত রুদ্র হাসি জড়-প্রকৃতির । চক্ষহীন কণহান গেহহীন স্নেহৰ্তান মত্ত দৈত্যগণ মরিতে ছুটেছে কোথা, ছি ড়েছে বন্ধন । হারাইয়া চারিধর নীলাম্বুধি অন্ধকার কল্লোলে ক্রলদনে রোষে, ত্রাসে, উদ্ধশ্বাসে আটরোলে, অট্টহাসে, উন্মাদ গৰ্জ্জনে, ফাটিয় ফুটিয়া উঠে, চূর্ণ হয়ে যায় টুটে” খুজিয়া মরিছে ছুটে আপনার কূল । ミ8ミ