পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধরণী জননী কেন বলিয়া উঠে না —করুণ মৰ্ম্মর কণ্ঠস্বর— “আমি শুধু ধূলি নই, ওস, আমি প্রাণময়ী জননী, তোদের লাগি অন্তর কাতর ! “নহ তুমি পরিত্যক্ত অনাথ সন্তান চরাচর নিখিলের মাঝে ; তোমার ব্যাকুলস্বর উঠিছে আকাশ পর, তারায় তারায় তা’র ব্যথা গিয়ে বাজে ।” কাল ছিল প্রাণ জুড়ে, আজ কাছে নাই— নিতান্ত সামান্য এ কি নাথ ? তোমার বিচিত্র ভবে কত তাছে কত হবে, কোথাও কি আছে, প্রভু, হেন বজ্রপাত ? আছে সেই সূৰ্য্যালোক, নাই সেই হাসি, আছে চাদ, নাই চাদমুখ । শূন্য পড়ে আছে গেহ, নাই কেহ, নাই কেহ, রয়েছে জীবন, নেই জীবনের সুখ । ←ᏬᏄ