পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসী বচন-অতীত ভাবে ভরিছে হৃদয়, নয়নে উঠিছে অশ্রুজল, বিরহ বিষাদ মোর গলিয়া ঝরিয়া ভিজায় বিশ্বের বক্ষস্থল । প্রশান্ত গভীর এই প্রকৃতির মাঝে মিশে যায় মহাপ্রাণসাগরের বুকে ধুলিয়ান পাপতাপ-ধারা । mo. শুধু জেগে উঠে প্ৰেম মঙ্গল মধুর, বেড়ে যায় জীবনের গতি, ধূলিধোঁত দুঃখশোক শুভ্ৰশান্ত দেশে ধরে যেন আনন্দমৃরতি । বন্ধন হারায়ে গিয়ে স্বাৰ্থ ব্যাপ্ত হয় অবারিত জগতের মাঝে, বিশ্বের নিশ্বাস লাগি জীবন-কুতরে মঙ্গল আনন্দধবনি বাজে । ১৪ই বৈশাখ, ১৮৮৮ ৷ ՀԳ Հ