পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গবীর ভুলুবাবু বসি পাশের ঘরেতে নামত পড়েন উচ্চস্বরেতে, হিষ্টি কেতাব লইয়া করেতে কেদার তেলনি দিয়ে, দ্যই ভাই মোরা সুখে সমাসীন, মেজের উপরে জলে কেরাসিন, পড়িয়া ফেলেছি চাপটার তিন, দাদা এমে, আমি বিএ । মত পড়ি তত পুড়ে যায় তেল, মগজে গজিয়ে উঠে আক্কেল, কেমন করিয়া বীর ক্রমোয়েল পাড়িল রাজার মাথা, বালক যেমন ঠেঙার বাড়িতে পাক তামগুলো রহে গো পাড়িতে ; কৌতুক ক্রমে বাড়িতে বাড়িতে উলটি ব’য়ের পাতা । ج) لاريا