পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিন্দুকের প্রতি নিবেদন হউক ধন্য তোমার যশ, লেখনী ধন্য হোক, তোমার প্রতিভ, উজ্জ্বল হয়ে” জাগাক সপ্তলোক ! যদি পথে তব দাড়াইয়। থাকি আমি ছেড়ে দিব ঠাই, কেন হান ঘৃণা, ক্ষুদ্র এ দ্বেষ, বিদ্রুপ কেন ভাত ? আমার এ লেখা করো ভালে। লাগে তাহা কি আমার দোষ ? কেহ কবি বলে, ( কেহ বা বলে না ) কেন তাহে তব রোষ ? কত প্রাণপণ, দগ্ধ হৃদয়, বিনিদ্র বিভাবরা, জান কি বন্ধু উঠেছিল গীত ত ব্যথা ভেদ করি’ ? Sパーツ8