পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওই দেখ না পূরিতে আশ মরণ করিল কারে গ্ৰাস । নিশি না হইতে সারা খসিয়া পড়িল তারা রাখিয়া গেল না ইতিহাস । ওই কা’রা গিরির মতন আপনাতে আপনি বিজন, হৃদয়ের স্রোত উঠি’ গোপন আলয় টুটি দূর দূর করিছে মগন । ওই কা’র বসে আছে দুরে কল্পনা-উদয়াচল-পুরে । অরুণ-প্রকাশ প্রায় আকাশ ভাসিয়া যায় প্রতিদিন নব নব সুরে । হোথা উঠে নবীন তপন, হোথা হ’তে বহিছে পবন । হোথা চির ভালবাসা, নব গান, নব আশা, অসীম বিরাম-নিকেতন । ○88