পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসী তুরঙ্গসম অন্ধ নিয়তি, বন্ধন করি তা’য়— রশ্মি পাকড়ি’ আপনার করে বিঘ্নবিপদ লঙ্ঘন করে? আপনার পথে ছুটাই তাহারে প্রতিকূল ঘটনায় । সমুখে যে আসে, সরে যায় কেহ পড়ে যায় কেহ ভূমে । দ্বিধা হয়ে’ বাধা হতেছে ভিন্ন, পিছে পড়ে থাকে চরণ-চিহ্ন, আকাশের তাঁখি করিছে খিন্ন প্রলয় বহ্নিধমে । শতবার করে মৃত্যু ডিঙায়ে পড়ি জীবনের পারে । প্রান্ত গগনে তারা অনিমিখ নিশীথ-তিমিরে দেখাইছে দিক, লোকের প্রবাহ ফেনায়ে ফেনায়ে গরজিছে দুইধারে । ○8bア