পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকাশ-বেদন অরণ্য যথা চির নিশিদিন শুধু মৰ্ম্মর স্বনিছে, অনন্ত কালের বিজন বিরহ সিন্ধুমাঝারে ধ্বনিছে, যদি ব্যাকুল ব্যথিত প্রাণ তেমনি গাহিত গান, চিরজীবনের বাসনা তাহার তইত মূৰ্ত্তিমান ! তীরের মতন পিপাসিত বেগে ক্ৰন্দনধ্বনি ছুটিয়া হৃদয় হইতে হৃদয়ে পশিত মৰ্ম্মে রহিত ফুটিয়া । আজ মিছে এ কথার মালা, মিছে এ অশ্র ঢালা’ ! কিছু নেই পোড়া ধরণী মাঝারে বোঝাতে মৰ্ম্মজ্বালা ! ৬ই বৈশাখ, ১৮৮৯। ۹ سOb)