পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌরীর ভ্ৰকুটি-ভঙ্গী করি’ অবহেল৷ ফেন-পরিহাসচছলে, করিতেছে খেলা লয়ে’ ধূর্জক্তটর জটা চন্দ্র করেজ্জিল । এই মত মেঘরাপে ফিরি’ দেশে দেশে হৃদয় ভাসিয়া চলে, উত্তরিতে শেষে কামনার মোক্ষধাম অলকার মাঝে, বিরহিণী প্রিয়তমা যেথায় বিরাজে সৌন্দর্য্যের আদিস্মৃষ্টি ; সেথা কে পারিত লয়ে’ যেতে, তুমি ছাড়া, করি অবারিত লক্ষনীর বিলাসপুরী—অমর ভুবনে । অনন্ত বসন্তে যেথা নিত্য পুষ্পবনে নিত্য চন্দ্রালোকে, ইন্দ্রনীল শৈলমূলে সুবৰ্ণসরোজফুল্ল সরোবরকুলে মণিহৰ্ম্ম্যে অসীম সম্পদে নিমগনা কাদিতেছে একাকিনী বিরহ-বেদন । মুক্ত বাতায়ন হ’তে যায় তা’রে দেখা শয্যাপ্রান্তে লীন-তনু ক্ষীণ শশি-রেখা পূর্বব গগনের মূলে যেন অস্তপ্রায় । কবি, তব মন্ত্রে আজি মুক্ত হয়ে যায় রুদ্ধ এই হৃদয়ের বন্ধনের ব্যথা ; লভিয়াছি বিরহের স্বগলোক, যেথা 8. У о