পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওগো কালের কাননে নিমেষ লুটিয়া কে জানে চলেছি কোথা ! মিটে না তাহাতে মিটে না প্রাণের ব্যথা অধিক সময় নাই । ঝড়ের জীবন ছুটে চলে যায় শুধু কেঁদে “চাই” “চাই”। যার কাছে আসি, তা'র কাছে শুধু হাহাকার রেখে যাই । ওগে। তবে থাক, যে যায় সে যাক, তোমরা দিয়ে না ধরা । আমি চলে’ যাব ত্বরা । কেহ কোরো ভয়, কেহ কোরো ঘৃণা, ক্ষমা কোরো যদি পারে । বিস্মিত চোখে ক্ষণেক চাহিয়া, তা’র পরে পথ ছাড়ো । তা’র পরদিনে উঠিবে প্রভাত, ফুটিবে কুসুম কত, নিয়মে চলিবে নিখিল জগৎ প্রতি দিবসের মত । 8ミミ