পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুনিলে তোমার নাম আজ, কেবল একটুখানি লাজ— এই শুধু বাকি আছে হায় ! আর সব পেয়েছে বিনাশ । এককালে ছিল যে আমারি, গেছে তাজ করি? পরিহাস । অগষ্ট ওয়েব ষ্টার গোলাপ হাসিয়া বলে, “আগে বৃষ্টি যাক চলে’, দিক দেখা তরুণ তপন, তখন ফুটাব এ যৌবন।” গেল মেঘ, এল উষা, আকাশের আঁখি হ’তে মুছে দিল বৃষ্টি বারিকণা সেত রহিল না । কোকিল ভাবিছে মনে, “শীত যাবে কতক্ষণে, গাছপালা ছাইবে মুকুলে, তখন গাহিব মন খুলে ।” কুয়াশা কাটিয়া যায়— বসন্ত হাসিয়া চায়, কানন কুসুমে ভরে গেল, সে যে মরে গেল ।