পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদেশী ফুলের গুচ্ছ নীরব হইয়া গেছে সে স্নেহের স্বর কেবল স্তব্ধতা রাজে আজি এ শ্মশান মাঝে, কেবল ডাকি গো আমি ঈশ্বর—ঈশ্বর। মৃত কণ্ঠে আর যাহা শুনিতে না পাই, সে নাম তোমারি মুখে শুনিবারে চাই । হা সখা, ডাকিও তুমি সেই নাম ধরে’, ডাকিলেই সাড়া পাবে, কিছু না বিলম্ব হবে, তখনি কাছেতে যাব সব ত্যাগ করে” । _ ক্রিষ্টিন রসেটি কেমনে কি হ’ল পারিনে বলিতে, এইটুকু শুধু জানি— নবীন কিরণে ভাসিছে সে দিন প্রভাতের তনুখানি । বসন্ত তখনো কিশোর কুমার, কুঁড়ি উঠে নাই ফুটি’ শাখায় শাখায় বিহগ বিহগী বসে আছে দুটি দুটি । 8 X