পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদেশী ফুলের গুচ্ছ ঘুমা তুই, ওই দেখ, বাতাস মুদেছে পাখা, রবির কিরণ হ’তে পাতায় আছিস্ ঢাকা ; ঘুমা তুই, ওই দেখ, তো চেয়ে দুরন্ত বায় ঘুমেতে সাগর পরে ঢুলে পড়ে পায় পায় ; দুখের র্কাটায় কি রে বিধিতেছে কলেবর ? বিষাদের বিষ-দাতে করিছে কি জরজর ? কেন তবে ঘুম তোর ছাড়িয়া গিয়াছে আঁখি ? কে জানে, গোপনে কোথা ডাকিছে একটি পাখী । শু্যামল কানন এই মোহমন্ত্রজালে ঢাকা, অমৃত-মধুর ফল ভরিয়ে রয়েছে শাখা ; স্বপনের পার্থীগুলি চঞ্চল ডানাটি তুলি, উড়িয়া চলিয়া যায় আঁধার প্রান্তর পরে ; গাছের শিখর হতে ঘুমের সঙ্গীত ঝরে । নিভূত কানন পর শুনি না ব্যাধের স্বর, তবে কেন এ হরিণী চমকায় থাকি থাকি । কে জানে, গোপনে কোথা ডাকিছে একটি পাখী ।