পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল সারাটা দিন কেঁপে কেঁপে পাতার ঝুরু ঝুরু, মনের সুখে বনের যেন বুকের দুরু হুরু । কেবল শুনি কুলু কুলু এ কি ঢেউয়ের খেলা, বনের মধ্যে ঘুঘু ডাকে সারা ভূপুর বেলা । মৌমাছি সে গুলগুনিয়ে খুজে বেড়ায় কা’কে, ঘাসের মধ্যে বিবি করে” বিবি পোকা ডাকে । ফুলের পাতায় মাথা রেখে শুনতেচে ভাই বোন, মায়ের কথা মনে পড়ে আকুল করে মন । মেঘের পানে চেয়ে দেখে মেঘ চলেছে ভেসে, পাখাগুলি উড়ে উড়ে চলেছে কোন দেশে । প্রজাপতির বাড়ি কোথায় জানে না ত কেউ ; সমস্ত দিন কোথায় চলে লক্ষ হাজার ঢেউ । দুপুর বেলা থেকে থেকে উদাস হ’ল বায়, শুকনো পাতা খসে পড়ে কোথায় উড়ে যায়। ফুলের মাঝে গালেতে হাত দেখতেচে ভাই বোন, মায়ের কথা পড়চে মনে কাদচে পরাণ মন । সন্ধ্যে হ’লে জোনাই জ্বলে পাতায় পাতায়, অশথ গাছে দুটি তারা গাছের মাথায় । বাতাস বওয়া বন্ধ হ’ল স্তব্ধ পাখীর ডাক, থেকে থেকে করচে কা কা দুটো-একটা কাক । Q &