পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল পাড়ায় এমন কত আছে কত ক’ব তার, বঙ্গদেশে ভিড় করেছে বরা” অবতার। দাতের জোরে হিন্দু শাস্ত্র তুলবে তারা পাকের থেকে, দাতকপাটি লাগে, তাদের দাত খিচুনীর ভঙ্গী দেখে । আগাগোড়াই মিথ্যে কথা মিথ্যেবাদীর কোলাহল, জিব নাচিয়ে বেড়ায় যত জিহবা-ওয়ালা সঙের দল । বাক্য-বন্যা ফেনিয়ে তাসে ভাসিয়ে নে যায় তোড়ে, কোনো ক্রমে রক্ষে পেলেম মা-গঙ্গারি ক্রোড়ে । হেথায় কিবা শান্তি-ঢালা কুলুকুলু তান সাগর পানে বহন করে গিরিরাজের গান । ধীরি ধারি বাতাসটি দেয় জলের গায়ে কাটা । আকাশেতে আলো আঁধার খেলে জোয়ার ভাট । তীরে তীরে গাছের সারি পল্লবেরি ঢেউ । সারাদিবস হেলে দোলে দেখে না ত কেউ । পূৰ্ববতীরে তরুশিরে অরুণ হেসে চায়— পশ্চিমেতে কুঞ্জমাঝে সন্ধ্যা নেমে যায়। তীরে ওঠে শঙ্খধ্বনি ধীরে আসে কানে, সন্ধ্যাতার চেয়ে থাকে ধরণীর পানে । ঝাউ বনের আড়ালেতে চাদ ওঠে ধীরে, গ ফোটে সন্ধ্যাদীপগুলি অন্ধকার তীরে । “ о