পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

অনন্ত মরণ

আপনার কথা শুনে আপনি বিস্মিত হবে,
চাহিয়া রহিবে অবিরত
নিদ্রাহীন স্বপ্নটির মত।
নয়নে পড়িবে অশ্রুজল,
বুঝিবে না, শুনিবে কেবল।
মরণ বাড়িবে যত কোথায় কোথায় যাব,
বাড়িবে প্রাণের অধিকার,
বিশাল প্রাণের মাঝে কত গ্রহ কত তারা
হেথা হোথা করিবে বিহার।
উঠিবে জীবন মোর কতনা তাকাশ ছেয়ে
ঢাকিয়া ফেলিবে রবি শশী,
যুগ যুগান্তর যাবে নব নব রাজ্য পাবে
নব নব তারায় প্রবেশি।
কবেরে আসিবে সেই দিন
উঠিব সে আকাশের পথে,
আমার মরণ-ডোর দিয়ে
বেঁধে দেব’ জগতে জগতে।
আমার মরণ-ডোর দিয়ে
গেঁথে দেব’ জগতের মালা,
রবি শশী একেকটি ফুল,
চরাচর কুসুমের ডালা।

১১৭