পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রভাত-সঙ্গীত


বহিছে পূরব-বায়
শীতে শিহরিছে কায়
গহন জলদে দিবা হয়েছে আঁধার-মুখী।

সেই—সেই ছেলেবেলা,
আনন্দে করেছি খেলা
প্রকৃতি গো—জননী গো—কেবলি তোমারি কোলে।
তার পরে কি যে হল—কোথা যে গেলেম চলে!

হৃদয় নামেতে এক বিশাল অরণ্য আছে,
দিশে দিশে নাহিক কিনারা,
তারি মাঝে হ’নু পথহারা।

সে বন আঁধারে ঢাকা,
গাছের জটিল শাখা
সহস্ৰ স্নেহের বাহু দিয়ে
আঁধার পালিছে বুকে নিয়ে।
নাহি রবি, নাহি শশী, নাহি গ্রহ, নাহি তারা,
কে জানে কোথায় দিগ্বিদিক।
আমি শুধু একেলা পথিক।
তোমারে গেলেম ফেলে,
অরণ্যে গেলেম চলে,

১২৪