পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রতিধ্বনি


ভ্রমে কেন হেথায় হোথায়,
সে কি তোরে চায়?
আঁখি যেন কার তরে পথপানে চেয়ে আছে,
দিন গণি গণি,
মাঝে মাঝে কারো মুখে সহসা দেখে সে যেন
অতুল রূপের প্রতিধ্বনি;
কাছে গেলে মিলাইয়া যায়,
নিরাশের হাসিটির প্রায়।—
সৌন্দর্য্যের মরীচিকা এ কাহার মায়া?
এ কি তোরি ছায়া!

জগতের গানগুলি দূর দূরান্তর হতে
দলে দলে তোর কাছে যায়,
যেন তারা, বহ্নি হেরি পতঙ্গের মত,
পদতলে মরিবারে চায়!
জগতের মৃত গানগুলি
তোর কাছে পেয়ে নব প্রাণ
সঙ্গীতের পরলোক হতে
গায় যেন দেহমুক্ত গান!
তাই তার নব কণ্ঠধ্বনি
প্রভাতের স্বপনের প্রায়,

১৩৩