পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চেয়ে থাকা


মনেতে সাধ যে দিকে চাই
কেবলি চেয়ে র’ব।
দেখিব শুধু—দেখিব শুধু
কথাটি নাহি কব।
পরাণে শুধু জাগিবে প্রেম,
নয়নে লাগে ঘোর।
জগতে যেন ডুবিয়া র’ব
হইয়া র’ব ভোর।
তটিনী যায়—বহিয়া যায়
কে জানে কোথা যায়;
তীরেতে বসে রহিব চেয়ে
সারাটি দিন যায়।
সুদূর জলে ডুবিছে রবি
সোনার লেখা লিখি,
সাঁঝের আলো জলেতে শুয়ে
করিছে ঝিকিমিকি।
সুধীর-স্রোতে তরণীগুলি
যেতেছে সারি সারি,

১৬৬