পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সাধ


আঁধার কোণে থাকিস্ তোরা,
জানিস্ কি রে কত সে সুখ
আকাশপানে চাহিলে পরে,
আকাশপানে তুলিলে মুখ।
সুদূর দূর সুনীল নীল,
সুদূরে পাখী উড়িয়া যায়।
সুনীল দূরে ফুটিছে তারা
সুদূর হতে আসিছে বায়।
প্রভাত-করে করিরে স্বান,
ঘুমাই ফুল-বাসে,
পাখীর গান লাগেরে যেন
দেহের চারিপাশে।
বাতাস যেন প্রানের সখা,
প্রবাসে ছিল,নতুন দেখা,
ছুটিয়া আসে বুকের কাছে
বারতা শুধাইতে;
চাহিয়া আছে আমার মুখে,
কিরণময় আমারি সুখে,
আকাশ যেন আমারি তরে
রয়েছে বুক পেতে।
মনেতে করি আমারি যেন
আকাশ-ভরা প্রাণ

১৭৩