পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২১২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ছবি ও গান


ভোরের বেলা আলো এল, ডাক্‌চেরে তোর নামটি ধরে
আজকে তবে মুখখানি তোর তোল,
আজকে তবে আঁখিটি তোর খোল্‌,
লতা জাগে, পাখী জাগে, গায়ের কাছে বাতাস লাগে,
দেখিরে—ধীরে ধীরে দোল্‌, দোল্, দোল্।


১৯৮