পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২১৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
বিদায়


চুপ্‌ করে হেলে সে বকুল গাছে,
রমণী একেলা দাঁড়িয়ে আছে।
এলোথেলো চুলের মাঝে  বিষাদ-মাখা সে মুখখানি
চাঁদের আলো পড়েছে তার ’পরে,
পথের পানে চেয়ে ছিল,  পথের পানেই চেয়ে আছে
পলক নাহি তিলেক কালের তরে।

পশ্চিমের আকাশ-সীমায়
চাঁদখানি অস্তে যায় যায়।
ছোট ছোট মেঘ গুলি,  শাদা শাদা পাখা তুলি
চলে যায় চাঁদের চুমো নিয়ে,
আঁধার গাছের ছায়  ডুবু-ডুবু জোছনায়
ম্লানমুখী রমণী দাঁড়িয়ে।


২০৫