পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২২৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।



যোগী


পশ্চিমে ডুবেছে ইন্দু,  সম্মুখে উদার সিন্ধু
শিরোপরি অনন্ত আকাশ,
লম্বমান জটাজূটে,  যোগিবর করপুটে।
দেখিছেন সূর্য্যের প্রকাশ।
উলঙ্গ সুদীর্ঘকায়,  বিশাল ললাট ভায়
মুখে তাঁর শান্তির বিকাশ,
শূন্যে আঁখি চেয়ে আছে,  উদার বুকের কাছে
খেলা করে সমুদ্র-বাতাস।
মহা স্তব্ধ সব ঠাঁই,  বিশ্বে আর শব্দ নাই
কেবল সিন্ধুর মহাতান,
যেন সিন্ধু ভক্তিভরে,  জলদগম্ভীর স্বরে
তপনের করে স্তবগান।
আজি সমুদ্রের কূলে,  নীরবে সমুদ্র দুলে
হৃদয়ের অতল গভীরে,
অনন্ত সে পারাবার,  ডুবাইছে চারিধার
ঢেউ লাগে জগতের তীরে।
যোগী যেন চিত্রে লিখা,  উঠিছে রবির শিখা
মুখে তারি পড়িছে কিরণ,

২১১