পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



স্মৃতি-প্রতিমা


আজ কিছু করিব না আর,
সমুখেতে চেয়ে চেয়ে গুন গুন গেয়ে গেয়ে
বসে বসে ভাবি একবার।
আজি বহু দিন পরে যেন সেই দ্বিপ্রহরে
সে দিনের বায়ু বহে যায়,
হায়রে মলিনা মায়া, অতীত প্রাণের ছায়া
এখনো কি আছিস্ হেথায়?
কেনরে পুরানো স্নেহে পরাণের শূন্য গেহে
দাড়ায়ে মুখের পানে চাস?
অভিমানে ছল?—ছল’ নয়নে কি কথা বল,
কেঁদে ওঠে হৃদয় উদাস।
আয়রে আয়রে অয়ি, শৈশবের স্মৃতিময়ী,
আয় তোর আপনার দেশে,
যে প্রাণ আছিল তেরি তাহারি দুয়ার ধরি
কেন আজ ভিখারিণী-বেশে।
আগুসরি ধীরি ধারি বার বার চাস ফিরি,
সংশয়েতে চলে না চরণ,

২২২