পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ছবি ও গান



কতু তারা থাকি থাকি
আনমনে শূন্য আঁখি
চাহিয়া রহিত মুখপানে,
ভালো তারা বাসিত কি,
মৃদু হাসি হাসিত কি,
প্রাণে প্রাণ দিত কি, কে জানে।
গাঁথি ফুলে মালাগুলি,
যেন তারা যেত ভুলি
পরাইতে আমার গলায়।
যেন যেতে যেতে ধীরে
চাহিত আধেক ফিরে
বকুলের গাছের তলায়।
যেন তারা ভালবেসে
ডেকে যেত কাছে এসে
চলে যেতে করিতরে মানা।
আমার উতলা প্রাণে
তাদের হৃদয় খানি
আাধ জানা, আধেক অজানা।


২২৬